ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অপহরণের ১৩দিন পর যুবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
ঝিনাইদহে অপহরণের ১৩দিন পর যুবক উদ্ধার উদ্ধার হওয়া যুবক আরিফ হোসাইন

ঝিনাইদহ: ঝিনাইদহে শহরের পোস্ট অফিস মোড় থেকে অপহরণের ১৩দিন পর আরিফ হোসাইন নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের পবহাটি এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। আরিফ মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

 

এ ঘটনায় আটক করা হয়েছে দুই জনকে। তারা হলেন- সৃজনী বাংলাদেশেরে কর্মকর্তা লাবু ও তোহিদ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের পবহাটি এলাকায় ‘সৃজনী বাংলাদেশ’ নামে একটি এনজিওর নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে এক যুবকের চিৎকার শুনে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘরের তালা ভেঙে অপহৃত যুবক আরিফকে উদ্ধার করে।  

জিজ্ঞাসাবাদে আরিফ হোসাইন জানান, ঢাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে  ‘সৃজনী বাংলাদেশ’ পরিচালক ড. হারুন অর রশিদের পরিচয় করিয়ে দেন আরিফ। পরে নাসিরের মাধ্যমে কয়েকজন বিদেশির সঙ্গে পাঁচ কোটি টাকা লেনদেন করেন হারুন। এর পর তারা টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলে গত ২৬ আগস্ট শহরের পোস্ট অফিস মোড় থেকে আরিফকে অপহরণ করা হয়।

এরপর থেকেই তাকে সৃজনী বাংলাদেশ অফিসের একটি গুদাম ঘরে নয়দিন ও নির্মাণাধীন বাড়িতে চারদিন আটক করে রাখে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি এমদাদুল হক।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।