শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর গোপালপুর গ্রামের লুৎফর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- ওই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯), একই গ্রামের জলিল মন্ডলের ছেলে সুলতান হোসেন (১৯) ও দুলাল হোসেনের ছেলে রেজওয়ান হোসেন (১৯)।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার আবু খায়ের বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক লুৎফর রহমানের বসতবাড়ি থেকে ফেনসিডিল ও ইনজেকশনসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি