ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
জয়পুরহাটে মাদকসহ আটক ৩ র‍্যাবের হাতে আটক মাদকবিক্রেতা

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে ২৬৪ বোতল ফেনসিডিল ও ৪৯৫ পিস ব্রুপেনোরফিন নামক নেশা জাতীয় ইনজেকশনসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর গোপালপুর গ্রামের লুৎফর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- ওই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯), একই গ্রামের জলিল মন্ডলের ছেলে সুলতান হোসেন (১৯) ও দুলাল হোসেনের ছেলে রেজওয়ান হোসেন (১৯)।


  
জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কমান্ডার আবু খায়ের বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক লুৎফর রহমানের বসতবাড়ি থেকে ফেনসিডিল ও ইনজেকশনসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।