শুক্রবার (৭ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝাল সৃজনশীল ছড়া চর্চা কেন্দ্র ও মাসিক ছড়ার ডাক এ উৎসবের আয়োজন করে।
ছড়াকার নুরুজ্জামান ফিরোজের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মাসিক ছড়ার ডাকের সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল হান্নান, পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, যুগ্ম-সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, ড. সৈয়দ মঞ্জুর ইমাম, ছড়াকার রহীম শাহ, ছড়াকার সোহেল মল্লিক, কবি এবিএম সোহেল রশিদ, কবি মাহবুব খান, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ।
সংসদ সদস্য মোস্তাক আহমেদ বলেন, ছড়া-কবিতা ও গান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের সৈনিকদের এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছিল। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছড়া ও কবিতাই হোক হাতিয়ার। ছড়াকার কবি ও সাহিত্যিকরা সমাজের সম্মানিত ব্যক্তি। সমাজের অবক্ষয় ও মূল্যবোধ জাগিয়ে তোলে ছড়াকার ও কবি সাহিত্যিকরা।
এদিকে ছড়া উৎসবে সারাদেশের দুই শতাধিক ছড়াকার-কবি-সাহিত্যিকের অংশগ্রহণে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি কবি এবং সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়। এতে অংশ নেন ভারতের ১০জন ছড়াকার।
উৎসবে সিলেটের ছড়াকার মুয়াজ বিন এনামকে শ্রেষ্ঠ ছড়াকার হিসেবে সম্মাননা দেওয়া হয়।
এরআগে সকালে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছড়া উৎসব-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি