ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে  ৪ প্রতিষ্ঠানে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
ধুনটে  ৪ প্রতিষ্ঠানে চুরি

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়সহ চারটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালামালসহ বেশকিছু মূল্যবান কাগজপত্র চুরি হয়ে গেছে।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
 
দুপুরে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থার জন্য  পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়,  অন্যদিনের মতো বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে  কার্যক্রম শেষে কার্যালয়ে তালা লাগিয়ে চলে যান মুক্তিযোদ্ধারা । রাতের কোনো এক সময়  কার্যালয়ের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে সৌরবিদ্যুতের একটি ব্যাটারি, ফ্যান ও আলমারীর তালা ভেঙে মূ ল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
  
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।