শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি জানান কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা।
তিনি জানান, হঠাৎ করেই সাগর উত্তাল হয়ে উঠলে জেলেরা নিরাপদ আশ্রয়ে চলে আসে।
উদ্ধার হওয়া ট্রলারের মাঝি মনির সাংবাদিকদের জানান, বুধবার রাত ১১টায় জোরার বয়া এলাকায় উত্তাল ঢেউয়ের তোরেড়ে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের ইলিয়াসের এফবি ইলিয়াস ট্রলারটি নিমজ্জিত হয়। এসময় অন্য একটি মাছ ধরা ট্রলার নিমজ্জিত ট্রলারের সাত মাঝিকে উদ্ধার করে। তবে নিখোঁজ রয়েছেন আ. কাদের (৩৮), মাহাবুব (২৮), সাইফুল (২৫), ইব্রাহিম খান (২৫), সিদ্দিক হাওরাদার (৩০) ও আল-আমিনসহ (২৬) ছয়জন। যাদের সবার বাড়ি বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
এদিকে কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, একই রাতে আমার (আনছার উদ্দিন মোল্লা) মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেসহ সুন্দরবন সংলগ্ন সমুদ্রে নিমজ্জিত হয়। এসময় অপর একটি ট্রলার সব জেলেদের উদ্ধার করলেও ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় জেলেরা পুনরায় সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। আবহাওয়া ভালো থাকলে শনিবার সকালে থেকে তারা সাগরে যাওয়া শুরু করবে।
বুধবার সকাল থেকে সাগরে থাকা মাছ ধরা ট্রলারগুলো মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের শিববাড়িয়া নদীসহ উপকূলের বিভিন্ন নিরাপদ নদীতে আশ্রয় নেয়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমএস/এএ