ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ২৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বেনাপোল সীমান্তের বারোপোতা মাঠে চোরাচালানীদের ধাওয়া করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে চোরাকারবারীরা বিপুল পরিমাণে ভারতীয় পণ্য পাচার করছে।

পরে বিজিবি অভিযান চালিয়ে সীমান্তের বারোপোতা মাঠে পাচারকারীদের ধাওয়া করে। এসময় তারা মাথা থেকে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ২৮০ পিস ভারতীয় শাড়ি ও ৬ হাজার ৫০০ পিস চশমার একটি চালান জব্দ করা হয়।  

২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, জব্দকরা মালামালের মূল্য ২৬ লাখ ১০ হাজার টাকা সিজার দেখিয়ে বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এজেডএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।