শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ ট্রফি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাট জেলা পুলিশ আয়োজিত মাঠে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৮ খেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ ৩-২ সেটে রংপুর রিজার্ভ পুলিশকে (আরআরএফ) পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে।
লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হাসান ইকবাল চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল-সদর) আমিনুল ইসলাম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি