ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খেলাধুলা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
খেলাধুলা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ

লালমনিরহাট: লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) শফিউল আরিফ বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে। খেলার মাঝে তাদেরকে ব্যস্ত রাখতে পারলে নিজেদের পাশাপাশি দেশের জন্যও তারা কল্যাণ বয়ে আনবে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ ট্রফি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা পুলিশ আয়োজিত মাঠে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৮ খেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ ৩-২ সেটে রংপুর রিজার্ভ পুলিশকে (আরআরএফ) পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হাসান ইকবাল চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল-সদর) আমিনুল ইসলাম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।