ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু 

সাতক্ষীরা: সাতক্ষীরায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের পলাশপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিনা আক্তার সাতক্ষীরা সদর উপজেলার পাচানি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ জামিল বাংলানিউজকে জানান, ইজিবাইকে করে শহরে ব্যক্তিগত কাজে আসছিলেন সেলিনা আক্তার। পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।