ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় নৌকাডুবি, ভাই-বোন নিখোঁজ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
বুড়িগঙ্গায় নৌকাডুবি, ভাই-বোন নিখোঁজ

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ভাই-বোন নিখোঁজ রয়েছে। তারা হলেন- সুমি (১৮) ও তার ভাই রবিউল (৮)। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ এলাকা বরাবর মাঝনদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ভাই-বোনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিখোঁজদের বাবা সুমিত গাজী বাংলানিউজকে বলেন, আমার স্ত্রী তিন ছেলেমেয়েকে নিয়ে চর কালিগঞ্জ থেকে নৌকায় করে বরিশালের হিজলা যাচ্ছিলেন। মাঝনদীতে গেলে তাদের নৌকাটি ডুবে যায়। আমার স্ত্রী ও বড় ছেলে সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুই ছেলে-মেয়ে নিখোঁজ রয়েছে।

সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নদী উত্তাল থাকায় এবং শাহরুখ-১ লঞ্চের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।