ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে জমকালো 'আলোক উৎসব' 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
হাতিরঝিলে জমকালো 'আলোক উৎসব'  হাতিরঝিলে জমকালো লেজার শো/ছবি: শাকিল

ঢাকা: 'অনির্বাণ আগামী' শীর্ষক তিনদিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮'র ২য় দিনে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো জমকালো  আলোক উৎসব। এতে ছিল মনোরম আতশবাজি ও লেজার শো।  

শুক্রবার (৭ সেপ্টেম্বর) হাতিরঝিলে সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এ আলোক উৎসব অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশের অনন্য মাইলফলক ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার সাফল্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এর আগে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উদ্বোধন করেন।  

এ আয়োজন সম্পর্কে আয়োজক কমিটি সূত্রে জানা যায়, দেশের মানুষদেরক বড় বড় সাফল্যগুলো জানানোর উদ্দেশ্যে এ আয়োজন। তাছাড়া সরকারি ছুটির দিনে হাতিরঝিলে অনেক দর্শনার্থী বেড়াতে আসেন। তাদের আনন্দ দেওয়াও এ আলোক উৎসবের অন্যতম লক্ষ্য।  

হাতিরঝিলে আতশবাজি উৎসবএদিকে আলোক উৎসবটিকে দারুণভাবে উপভোগ করেছেন আগত দর্শনার্থীরা। জমকালো আতশবাজি উৎসবের পাশাপাশি লেজার শো-য়ে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয়, জাতীয় নেতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। এক ঝলকে আগত অতিথিরা দেখে নেন দেশের ইতিহাস।

রুমা-হামিদ দম্পতি তাদের পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিলেন হাতিরঝিলে। বাংলানিউজকে তারা জানান, ফায়ার ওয়ার্কস আর লেজার শো-টা আমাদের জন্য বোনাস ছিল। দারুণ উপভোগ করেছি। এ রকম আয়োজন বেড়াতে এসে ভালো লাগে। আনন্দে ক্লান্তি দূর হয়। আমার বাচ্চাটা খাওয়ার কথা পর্যন্ত ভুলে গেছে এ আয়োজন দেখে। খুব আনন্দে আছে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।