শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন শুক্রবার সন্ধ্যায় আলমনগর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এনএইচটি