ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে প্রাইভেটকারের চাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
সাভারে প্রাইভেটকারের চাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

ঢাকা  (সাভার): সাভারে দ্রুত গতির প্রাইভেটকারের চাপায় মো. জয়নাল আবেদীন (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মো. জয়নাল আবেদীন রংপুর জেলার সদর থানার কদমতলী গ্রামের মৃত ফুলু মিয়ার ছেলে। তিনি আলমনগর হাউজিং সোসাইটির মমতাজ মহলে ভাড়া থাকতেন এবং স্থানীয় নাসরিন অটোমেইলে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন শুক্রবার সন্ধ্যায় আলমনগর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।