শুক্রবার (০৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল শহরের কলোনি এলাকার শাহজালালের ছেলে।
আহত বিশাল শহরের রহমান নগর এলাকার সোনা মিয়ার ছেলে। আহত যুবককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে জানান, রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে চকসূত্রাপুর এলাকায় অবস্থিত রানার সিটি সংলগ্ন সুইপার পট্টিতে যান শাকিল ও বিশাল। সেখানে থেকে চকসূত্রাপুর চামড়ার গুদাম সড়ক হয়ে অন্য কোথাও যাচ্ছিলেন তারা। এসময় সেখানে থাকা কয়েকজন যুবক তাদের মোটরসাইকেল লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারেন। ওই বল শাকিলের গায়ে লাগলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে তারা শাকিল ও বিশালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এমবিএইচ/এসআই