শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
নিশাত একই ইউনিয়নের সাজেদুল ইসলামের ছেলে। তিনি ঠাকুরগাঁও রোড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে মথুরাপুর স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন নিশাত। এসময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীগামী একটি ট্রাক সামনে থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসআই