ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় বাসচাপায় ইমামের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
বড়লেখায় বাসচাপায় ইমামের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় বাসচাপায় মুজিবুর রহমান (৬০) নামে এক ইমাম আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মুজিবুর রহমানের বাড়ি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামে।

তিনি পার্শ্ববর্তী জুড়ি উপজেলার একটি মসজিদের ইমাম ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান সন্ধ্যায় জুড়ী থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হাতলিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ বাসটি আটক করেছে। তবে দুর্ঘটার পর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।