শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবক টাওয়ারটিতে উঠে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের লোকজন তাকে সেখান থেকে নামাতে চেষ্টা চালাচ্ছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, কড্ডা এলাকায় ওই ব্যক্তি দুই লাখ ৩০ হাজার ভোল্টের ২শ ৫০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ার টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে থাকছে।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে টাওয়ার থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, টাওয়ারটি খুবই বিপদজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক একজন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী। তাকে কলাসহ বিভিন্ন খাবার দেখিয়ে এবং মাইকিং করে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
আরএস/জিপি