ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

জালনোটের কারখানার সন্ধান, টাকা-রুপিসহ ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
জালনোটের কারখানার সন্ধান, টাকা-রুপিসহ ব্যবসায়ী আটক জাল টাকা ও রুপিসহ ব্যবসায়ী আটক

রাজশাহী: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জের টিকারামপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে জালটাকার কারখানার সন্ধান পেয়েছে। অভিযানে ৭০ লাখ ১৫ হাজার ভারতীয় জাল রুপি ও বাংলাদেশি ৩ লাখ জালটাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। পরে শনিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক জালটাকার ব্যবসায়ীর নাম রুবেল ইসলাম (২১)।  তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাঁদলাই গ্রামের আকবর আলীর ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শনিবার দুপুরে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।  

র‌্যাব-৫ ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন টিকরামপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জালনোট তৈরির কারখানার সন্ধান পায়। পরে ৭০ লাখ ১৫ হাজার জাল রুপি ও ৩ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।  

এছাড়া দুবাইয়ের নোট-১৫ দিরহাম, কাতারের নোট ১ রিয়াল, মালয়েশিয়ার নোট ১ রিঙ্গিত, জালনোট তৈরির বিশেষ ধরনের কাগজ ৩০ রিম, ল্যাপটপ ২টি, মনিটর ১টি, প্রিন্টার ৬টি, মাল্টি ফাংশন ফটোকপিয়ার/প্রিন্টার/স্ক্যানার-১টি, স্ক্যানার ১টি, লেমিনেটিং মেশিন ৪টি, মাউস ৩টি, প্রিন্টারের কালার কার্টিজ ১২৫টি, সার্চ লাইট ১টি, বিভিন্ন প্রকার কম্পিউটার সরঞ্জামাদি ২৩টি, ড্রাইং মেশিন ১টি, স্প্রে মেশিন ১টি, জালনোট তৈরির ডাইস ১১টি, ডাইসের ফ্রেম ১টি, ডাইসে জালনোটের রং লাগানোর ডিভাইস ১০টি, জালনোটের সুতার রোল ৬টি, লেমিনেটিং শিট ৮টি, জালনোট তৈরির বিভিন্ন প্রকার কেমিক্যাল ও ৩১ বোতল রং জব্দ করা হয় বলেও জানায় র‌্যাব।

পরে জালনোট প্রস্তুতকারী ও কারখানা পরিচালনাকারী রুবেল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন ধরণের পণ্য আমদানি রপ্তানি, গরু ব্যবসায়ীসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় রুপির প্রচলন বেশি। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ভারতীয় জাল রুপির ব্যবসা পরিচালনা করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছেন।  

এর আগেও রুবেল ইসলাম আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে ঢাকা মেট্টোপলিটন পুলিশের পল্টন থানার মামলা নং-১৬, তাং-০৮/১০/২০১৫, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ) ধারায় মামলা চলমান রয়েছে।

এর আগে রাজশাহীতে ভারতীয় জাল রুপি তৈরির আরো একটি কারখানার সন্ধান পায় র্যাব। মহানগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া এলাকার একটি বাড়িতে এই কারখানা গড়ে তোলা হয়েছিল। গত বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকা থেকে গিয়ে র্যাব-২ এর একটি দল বাড়িটিতে অভিযান চালায়।  

এ সময় ওই বাড়ি থেকে ১১ লাখ ভারতীয় জাল রুপি জব্দ করা হয়। এছাড়া জাল রুপি তৈরির মেশিনসহ নানা সরঞ্জামাদিও জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক দরদুজ্জামান বিশ্বাস ওরফে জামানকেও (৫৭) আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।