ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালের জেলখাল পুনঃসংস্কার কার্যক্রমের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
বরিশালের জেলখাল পুনঃসংস্কার কার্যক্রমের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

বরিশাল: পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বরিশাল নগরের ঐতিহ্যবাহী জেলখাল পুনঃসংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‘ধান-নদী-খাল এই তিনে বরিশাল’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের নতুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় জেলখাল পুনঃসংস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাশ।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাম চন্দ্র দাশ বলেন, জেলখাল পুনঃসংস্কার কার্যক্রম আমরা শুরু করেছি।

কিন্তু সবার সহযোগিতায় শেষ করতে চাই।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) ও মোখলেচুর রহমান; সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, জেলা বাসমালিক সমিতির সভাপতি আফতাব হোসেনসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, জেলখাল নিয়ে আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই। কিছু বরাদ্দ পেয়েছি। পাশাপাশি  আমরা যে প্রকল্প দাখিল করেছিলাম সেটাও খুব শিগগিরই অনুমোদন হবে বলে আশা রাখছি। দেশের সব খাল ও ছোট নদী সংস্কার করে পানির প্রবাহ সচল রাখার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। ওই প্রজেক্টের আওতায় জেলখাল খনন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।