শনিবার (০৮ সেপ্টেম্বর) নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্বিনব্রিজ মুড়ের সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে চৌকি বসিয়ে হেলমেট না থাকা মোটরসাইকেল আরোহী, লাইসেন্স বিহীন চালক ও কাগজপত্র বিহীন যানবাহনের ওপর মামলা দেওয়া হয়।
শোভাযাত্রায় অংশ নেন- নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ বড়ুয়া, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোতোয়ালি) গোলাম দস্তগীর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আশিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- নগর পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক মো. হানিফ মিয়া, নিরাপদ সড়ক চাই নগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হাদী পাভেল, জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান আলী প্রমুখ।
এদিন, নগরীরের চৌহাট্টা পয়েন্টেসহ বিভিন্ন স্থানে ক্যাম্পেইনের অংশ হিসেবে অভিযান অব্যাহত রাখা হয়। ট্রাফিক পুলিশের ক্যাম্পেইনে সহযোগিতায় থাকবে স্কাউটাররা।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এনইউ/এনটি