ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

‘মেঘের ছায়া’য় ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
‘মেঘের ছায়া’য় ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় মেঘের ছায়ায় দর্শনার্থীদের ভিড়-ছবি-বাংলানিউজ

গাজীপুর: কর্মজীবী মানুষের সাপ্তাহিক ছুটিতে আনন্দের সীমা থাকে না। ছুটিতে তারা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যান বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সাপ্তাহিক ছুটি আনন্দে কাটাতে দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে গাজীপুরের মেঘের ছায়া পার্ক। 

শনিবার (৮ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গড়ে উঠেছে মেঘের ছায়া বিনোদন কেন্দ্রটি। এখানে নানা বয়সের শত শত মানুষ ছুটে এসেছেন আনন্দ উল্লাস করে ঘুরে বেড়াতে।

এখানে রয়েছে শিশুদের খেলার মাঠ, দোলনা, বিভিন্ন পাথরের তৈরি নানা ধরনের পশুপাখি, পানির উপর ভাসমান রেস্টুরেন্ট, মিনি চিড়িয়াখানা, সবুজ খাসের মাঠ ও পুকুর। রয়েছে বিশাল ঝরনা, বিভিন্ন প্রজাতির গাছ ও পুকুরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা। সবকিছু মিলিয়েই পার্কটি মনোমুগ্ধকর করে সাজানো হয়েছে।  

মেঘের ছায়ায় দর্শনার্থীদের ভিড়-ছবি-বাংলানিউজকথা হয় ঘুরতে আসা দর্শনার্থী বাচ্চু রায়হানের সঙ্গে। গাজীপুরে একটি পোশাক কারখানায় তিনি চাকরি করেন। সাপ্তাহিক ছুটি পেয়ে মেঘের ছায়ায় ঘুরতে এসেছেন পরিবার নিয়ে। তিনি বলেন, ছুটি পেলে আনন্দের সীমা থাকে না। এজন্য ছুটির দিনে পরিবারের সঙ্গে বিনোদন কেন্দ্রে আনন্দ করে কাটাই।

আরিফ হোসেন নামে পোশাক কারখানার এক কর্মচারী বলেন, মাসে দুই অথবা একবার সাপ্তাহিক ছুটি মেলে। ছুটির দিনটি ঈদের মতো লাগে। কাজের চাপে পরিবারকে সময় দিনে পারি না। এছাড়া নিজেও কোথাও ঘুরতে যেতে পারি না। তাই আজ সুযোগ পেয়ে পরিবার নিয়ে মেঘের ছায়া পার্কে ঘুরতে বের হয়েছি।  

মেঘের ছায়ায় দর্শনার্থীদের ভিড়-ছবি-বাংলানিউজঢাকার উত্তরা থেকে যাওয়া দর্শনার্থী সীমা আক্তার বলেন, কলেজে লেখাপড়া করি। ছুটির দিন ছাড়া ঘুরতে বের হতে পানি না। আমার ছুটি থাকলেও হয়তো ওইদিন পরিবারের অন্য কারো ছুটি থাকে না। আজ সবার একসঙ্গে ছুটি থাকায় পরিবারের সবার সঙ্গে ঘুরতে আসতে পেরেছি। সব মিলিয়ে এ পার্কে এসে ভালোই লাগছে।  

পার্কের ম্যানেজার মো. ফজলুল হক জানান, ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় থাকে। এ পার্ক পিকনিক ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। শীতের মৌসুমে এ পার্কে দর্শনার্থী বেশি আসে। ওই সময় পিকনিক ও বিভিন্ন অনুষ্ঠানের চাপ থাকে বেশি।  এখানে প্রবেশ ফি মাত্র ৫০ টাকা।

কিভাবে যাবেন
ঢাকা থেকে কেউ এ পার্কে যেতে চাইলে ঢাকা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা অথবা ভোগড়া বাইপাসে যেতে হবে। এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ৪/৫ কিলোমিটার পশ্চিমে সালনা হাইওয়ে থানার ৩শ’ গজ পশ্চিমের রুবেল সিএনজি পাম্পের ১শ’ গজ উত্তরেই মনোমুগ্ধকর মেঘের ছায়া পার্ক অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৮ 
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।