এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৮ সেপ্টম্বর) দুপুরে চিত্রা নদীতে এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রথমে অংশ নেয় নারী প্রতিযোগীরা।
নড়াইল পুরাতন ফেরিঘাট থেকে শুরু হয়ে জমিদারদের বাধাঘাট হয়ে এস এম সুলতানের বাড়ির পাশ দিয়ে ৫ কিলোমিটার দূরে মাছিমদিয়া এস এম সুলতান চিত্রা ব্রিজে গিয়ে শেষ হয় নৌকাবাইচ।
দর্শকরা জানান, নৌকাবাইচ আমাদের ভাল লাগে তাই প্রতিবছর দেখতে আসি। প্রতিবছর আমরা এ দিনটির অপেক্ষায় থাকি।
নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধের আগমনে এ নৌকাবাইচ যেন মিলন মেলায় পরিণত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে চিত্রা নদীর দুই পাড়, বাড়ির ছাদ, গাছের ডাল যে যেখান থেকে যেভাবে পেরেছে সেভাবেই উপভোগ করেছে। এ আনন্দ উপভোগ করতে সবাই সারা বছর যেন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
শিল্পী সুলতান তার চিত্রকর্মে গ্রামীন জীবন, জনপদ ও সংস্কৃতিকে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন। প্রতিবছর তারই জন্মবার্ষিকীতে নৌকাবাইচ আয়োজনের মাধ্যমে শিল্পীর সেইস্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা সুলতান প্রেমী নড়াইলবাসীর।
নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন সিকদার।
বিশেষ অতিথি ছিলেন- নড়াইল জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সুলতান উৎসবের আয়োজক ও এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ।
আয়োজকরা জানান, সুলতান সবসময় গ্রামীণ বাংলার সাংস্কৃতিকে লালন পালন করতেন। আর তার সেই আজীবনের লালিত স্বপ্নকে ধরে রাখতেই প্রতিবছর নৌকাবাইচের আয়োজন করা হয়।
এর আগে বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে ছবি এঁকে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।
শনিবার চিত্রা নদীতে নৌকাবাইচের মধ্যদিয়ে ৪দিন ব্যাপী এ উৎসব শেষ হলো।
শুধু নড়াইল নয় পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এ নৌকাবাইচ দেখতে। শুধু দেশের মানুষই উপভোগ করেনি। এ প্রতিযোগিতা দেখতে ভারত, জাপান, জার্মান, মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকেও এসেছিল দর্শনার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
আরএ