ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর 

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মোবারক (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোবারক পশ্চিম খোদাইবাড়ী এলাকার বাদশা মিয়ার ছেলে।

সে প্রথম শ্রেণীতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফিরতে রাস্তায় দাঁড়ায় মোবারক। এসময় চট্টগ্রামমুখী একটি ট্রাক শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।

ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার সদস্য আবু বক্কর ছিদ্দিক বান্ডি  বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় শিশুটি। দ্রুত পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা যায়নি। তবে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।  

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ঘাতক ট্রাকটি সনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
টিটি/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।