ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

হতদরিদ্রের ঘর সংস্কার করে দিলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
হতদরিদ্রের ঘর সংস্কার করে দিলেন ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ছবি মার্মা নামে এক হতদরিদ্র পরিবারের ঘর সংস্কার করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গম এলাকা ২ নম্বর রাইখালী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গিয়ে তিনি বাড়িটি সংস্কার করে দেন।

এ বিষয়ে ছবি মার্মা বাংলানিউজকে বলেন, স্বামী খিলু অং মারমাকে নিয়ে সংসার করছি ৩০ বছর ধরে।

তাকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। বৃষ্টি হলে বাড়িতে থাকতে পারি না। স্বামীর দিন মজুরি আয় দিয়ে কোনো রকমে অভাব-অনটনে দিন পাড় হয়।

গহীন এ এলাকায় হেঁটে এতদূর এসে তার ঘর সংস্কার করে দেওয়ায় তিনি ইউএনও’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি ইউএনও’র কাছে একটি মশারি দাবি করেন। ইউএনও তাকে একটি মশারি দিবেন বলেও আশ্বস্ত করেন।

ইউএনও রুহুল আমিন বাংলানিউজকে জানান, উপজেলার দুর্গম এলাকা নোয়াপাড়া গ্রামের একটি পরিবার খুব কষ্টে আছে এমন সংবাদ পেলে অফিসের কর্মকর্তাদের সত্যতা যাচাইয়ের জন্য ওই গ্রামে পাঠানো হয়। তারা বিষয়টি নিশ্চিত করলে শনিবার সকালে তিনি এবং তার অন্যান্য কর্মকর্তাদের ওই এলাকায় পৌঁছে হতদরিদ্র পরিবারটির বাড়ি সংস্কার এবং নগদ কিছু অর্থ সহায়তা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ইউএনও নিজে দু’জন ঘর সংস্কারের মিস্ত্রি এবং এক বান্ডিল ঢেউটিন নিয়ে ছবি মার্মার বাড়িতে যান। সেখানে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটি সংস্কার এবং ওই পরিবারকে নগদ তিন হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপজলোর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।