শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গম এলাকা ২ নম্বর রাইখালী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গিয়ে তিনি বাড়িটি সংস্কার করে দেন।
এ বিষয়ে ছবি মার্মা বাংলানিউজকে বলেন, স্বামী খিলু অং মারমাকে নিয়ে সংসার করছি ৩০ বছর ধরে।
গহীন এ এলাকায় হেঁটে এতদূর এসে তার ঘর সংস্কার করে দেওয়ায় তিনি ইউএনও’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি ইউএনও’র কাছে একটি মশারি দাবি করেন। ইউএনও তাকে একটি মশারি দিবেন বলেও আশ্বস্ত করেন।
ইউএনও রুহুল আমিন বাংলানিউজকে জানান, উপজেলার দুর্গম এলাকা নোয়াপাড়া গ্রামের একটি পরিবার খুব কষ্টে আছে এমন সংবাদ পেলে অফিসের কর্মকর্তাদের সত্যতা যাচাইয়ের জন্য ওই গ্রামে পাঠানো হয়। তারা বিষয়টি নিশ্চিত করলে শনিবার সকালে তিনি এবং তার অন্যান্য কর্মকর্তাদের ওই এলাকায় পৌঁছে হতদরিদ্র পরিবারটির বাড়ি সংস্কার এবং নগদ কিছু অর্থ সহায়তা করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ইউএনও নিজে দু’জন ঘর সংস্কারের মিস্ত্রি এবং এক বান্ডিল ঢেউটিন নিয়ে ছবি মার্মার বাড়িতে যান। সেখানে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটি সংস্কার এবং ওই পরিবারকে নগদ তিন হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় উপজলোর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
জিপি