দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের কালিবাড়ি এলাকার মৃত গইরা চন্দ্র সাহার ছেলে তপন চন্দ্র সাহা (৩৮) ও পশ্চিম দাশরা এলাকার মো. হারুন মিয়ার ছেলে মো. আলিম মিয়া (২৭)।
শনিবার (০৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন তাদের এ কারাদণ্ড দেন।
জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের গালর্স স্কুল রোডের পুকুরপাড় এলাকা থেকে তপন চন্দ্র সাহাকে ৩০ পিস ও মো. আলিম মিয়াকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের তিনমাস করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
কেএইচএস/ওএইচ/