ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রাক্টর উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
তেঁতুলিয়ায় ট্রাক্টর উল্টে চালক নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক্টর

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি ট্রাক্টর (ট্রলি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে বিল্লাল (২২) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালান্দিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলার মাঝিপাড়া এলাকার কাজিরুল ইসলাম কাজলের ছেলে।

জানা যায়, চালক বিল্লাল গাড়ির গতি বাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো। এর কারণে মনোযোগে ব্যঘাত ঘটায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি থানা হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।