ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
ঢাকায় আসছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: দুই দিনের সফরে শনিবার (০৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসভেন মিকচার। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে ঢাকায় আসছেন ইসভেন মিকচার। তিনি রোববার (০৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।  

আরও জানায়, ইউরোপীয় ইউনিয়নের দেশ এস্তোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। এ কারণেই বাল্টিক দেশগুলোর পাশাপাশি এস্তোনিয়ার সঙ্গেও সম্পর্ক বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এদিকে এস্তোনিয়া আগামী ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে প্রার্থিতার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের সমর্থন চাইতে পারে এস্তোনিয়া।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।