ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ১০টা ১০মিনিটে ঢাকা থেকে যশোর এবং ১১টা ১০মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে সোম, বুধ, শুক্র ও শনিবার দুপুর ২টা ৫০মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর এবং বিকেল ৪টা ৫মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
অপরদিকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি সন্ধ্যাকালীন ফ্লাইট সূচি ঘোষণা করেছে। সিলেটবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রতি সমর্থন জানিয়ে এখন থেকে শনিবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪০মিনিটে ঢাকা থেকে সিলেট এবং রাত ৮টা ৩৫মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
এছাড়া বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর রুটে দু’টি এবং সিলেট রুটে একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ প্রত্যেকটি রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে ইউএস-বাংলার উড়োজাহাজ বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসএইচ