ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশি অভিযানে ডাকাতসহ আটক ১১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
ময়মনসিংহে পুলিশি অভিযানে ডাকাতসহ আটক ১১ গোয়েন্দা পুলিশের হাতে আটক আসামিরা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল চোর, ডাকাত ও মাদক বিক্রেতাসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আটক আসামিরা হলেন- হামিদুল ইসলাম (২৪), প্রান্ত সরকার (১৯), মিজবাউল হক (২২), মো. হাবু (৩৫), প্রদীপ (৩৫), বাবুল কর (৪৫), মিজানুর রহমান রুবেল (৩০), মো. বকুল (৩৫) ও রাকিব (২৮), সোহেল (৩০) ও মাহমুদ হাসান মিলন (৪২)।  

শনিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৭ সেপ্টেম্বর) রাতে গাঙ্গিনারপাড় মোড় এলাকা থেকে পাঁচটি মোবাইলসহ তিন চোরকে ও শহরতলী সাহেব কাচারী এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়া সময় পাঁচ ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, দু’টি চাপাতি, ১টি চাকু ও দু’টি লোহার রড জব্দ করা হয়েছে। এছাড়া ৫শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এসব ঘটনায় পৃৃথকভাবে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।