ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

২৫০ ফুট উঁচু থেকে নামলো সেই প্রতিবন্ধী যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
২৫০ ফুট উঁচু থেকে নামলো সেই প্রতিবন্ধী যুবক ২৫০ ফুট উঁচু ‌টাওয়ারে উঠে বসে আছে মান‌সিক ভারসাম্যহীন প্র‌তিব‌ন্ধী যুবক

গাজীপুর: অবশেষে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কড্ডা এলাকায় প্রায় ২৫০ ফুট উঁচু বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের টাওয়ার থেকে নামলো শাকিল (২৪) নামে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী সেই যুবক।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবক টাওয়ারটিতে উঠে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি নিজেই নিচে নেমে আসেন।



** ২৫০ ফুট উঁচু ‌টাওয়ারে প্র‌তিব‌ন্ধী যুবক!

ঘটনাটি দেখতে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করে। শাকিলের বাড়ি জামালপুর সদর থানার শ্রীপুর ইউনিয়ন এলাকায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবক শাকিল দুই লাখ ৩০ হাজার ভোল্টের ২শ ৫০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে যান। সেখানে ওই যুবক কখনো বসেন, কখনো দাঁড়িয়েয় থেকেন আবার কখনো শুয়ে থাকেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কলাসহ বিভিন্ন খাবার দেখিয়ে এবং মাইকিং করে তাকে টাওয়ার থেকে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনোভাবে টাওয়ার থেকে নামছিলেন না। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি নিজেই নিচে নেমে আসেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

ওই সময় তিনি তার নাম ও ঠিকানা বলেন। ধারণা করা হচ্ছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী বলেও জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮ ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।