শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাসুয়ারপুল গ্রামের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ার উপজেলার কাউনচর গ্রামের হেমায়েত শেখের ছেলে।
চিতকমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বাংলানিউজকে জানান, নিহতের ছেলে সুমনের পুলিশে জানিয়েছেন বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কাউন চর বাজারে যায় তার বাবা আনোয়ার শেখ। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরে আসেনি। শনিবার সন্ধ্যায় মাসুয়ারপুল গ্রামের একটি মাছের ঘেরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রোববার (৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮ ২০১৮
জিপি