শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত ৯টায় ধনীপাড়া এলাকার হাইওয়েতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আক্তারুজ্জামানের স্ত্রী তানিয়া (৩৫) আহত হয়েছেন।
নিহত আক্তারুজ্জামান পঞ্চগড় সদরের জালাশী এলাকার রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আক্তারুজ্জামান মোটরসাইকেলে করে তার পরিবার নিয়ে বোধা থেকে পঞ্চগড়ে যাচ্ছিলেন। এসময় ধনীপাড়া এলাকায় হাইওয়েতে ঢাকাগামী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আক্তারুজ্জামন ও তার দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
জিপি/টিএ