সিমার মরদেহ উদ্ধার করে গত শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিমা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রসুল্লাহবাদ এলাকার ফরিদ মিয়ার মেয়ে ছিল।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বাংলানিউজকে জানান, গত ৩০ আগস্ট টঙ্গীর শিলমুন এলাকায় বড় বোন তাসমিন আক্তারের ভাড়া বাসায় বেড়াতে যায় সিমা। ক’দিন বেড়ানোর পর গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাড়িটির ছাদে ওঠে সিমা। সেখান থেকে তার মামাতো ভাই সোহেল মিয়া সিমাকে ডেকে নিয়ে যায়। এরপর সিমা বাসায় ফেরেনি।
ওইদিন রাতে তাসমিন খবর পান, সিমাকে টঙ্গীর একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই হাসপাতালে গিয়ে ছোট বোনের মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এসআই রমজান বলেন, ধারণা করা হচ্ছে সিমাকে ধর্ষণের পর খুন করে পালিয়ে গেছে সোহেল মিয়া।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
আরএস/এইচএ/