জানা যায়, গত সপ্তাহ থেকে রংপুরে সড়কচলাচল নিরাপদ করতে ও দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচি শুরু হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের উদ্যোগে নেওয়া হয় এ কর্মসূচি।
পরে পুলিশ সুপার মিজানুর রহমান ও পাম্প মালিকরা যৌথভাবে সচেনতামূলক প্রচারণা শুরু করেন। তারা নগরে র্যালি, লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে মোটরসাইকেল চালকদের হেলমেট পড়ার জন্য উৎসাহ দেন। এ প্রচারণা যেন ওষুধের মতো কাজ করে। এ আবেদনে সাড়া মিলতে প্রথমে একটু সময় লাগলেও, ক’দিনের মাথায় অধিকাংশ মোটরসাইকেল চালক হেলমেট ব্যবহার শুরু করেন। ফলে হেলমেট বিক্রি বেড়ে যায়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ জানান, আমরা দোকানগুলোতে খোঁজ নিয়ে জানতে পেরেছি, গত ১০ দিনে প্রায় সাড়ে ৫ হাজারের ওপর হেলমেট বিক্রি হয়েছে। তাছাড়া এ পদক্ষেপ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত রংপুরে কোনো মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেনি। চালকরা সচেতন হলে দুর্ঘটনার হার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে!
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনএইচটি