ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোর মেহেদী খুনের ঘটনায় গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
কিশোর মেহেদী খুনের ঘটনায় গ্রেফতার ৮

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দে কিশোর মেহেদী খুনের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ডিএমপি'র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, কিশোর মেহেদী খুনের ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৩১ আগস্ট সন্ধ্যায় দক্ষিণখান এলাকায় সিনিয়র-জুনিয়র দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে খুন হয় কিশোর মেহেদী (১৭)। সে পটুয়াখালী থেকে দক্ষিণখান এলাকায় বন্ধু নাজমুলের বাড়িতে বেড়াতে এসেছিল।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।