শনিবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ডিএমপি'র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, কিশোর মেহেদী খুনের ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ৩১ আগস্ট সন্ধ্যায় দক্ষিণখান এলাকায় সিনিয়র-জুনিয়র দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে খুন হয় কিশোর মেহেদী (১৭)। সে পটুয়াখালী থেকে দক্ষিণখান এলাকায় বন্ধু নাজমুলের বাড়িতে বেড়াতে এসেছিল।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
পিএম/এএটি