গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল মাঝুখান এলাকায় পরকীয়া প্রেমের জেরে তারা মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত তারা মিয়া টাঙ্গাইলের ধনবাড়ি থানার চুনবাড়ি এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে।
রোববার (৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, পূবাইল মাঝুখান এলাকায় আকলিমা নামে এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল তারা মিয়ার।
এ ঘটনায় আকলিমার পরিবারের লোকজন তারা মিয়াকে ভোরে রাস্তা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বেঁধে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আকলিমা, তার ভাই মাঝেদুল ও তার মাকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
আরএস/এনএইচটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।