ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাগুরা: মাগুরা সদর উপজেলার মান্দারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান (২০) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন জিয়া (৩৫) নামে আরও একজন। 

শনিবার (৯ সেপ্টেম্ববর) রাতে মাগুরা-মোহাম্মাদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল সদর উপজেলার জগদাল গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

আহত ব্যক্তিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, রাতে নাজমুল শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে ধান নিয়ে শত্রুজিৎপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে মান্দারতলা এলাকায় এলে নসিমনের হাতল ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক নাজমুলের মৃত্যু হয়। এসময় আহত হন নসিমনে থাকা জিয়া।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।