ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পাইপগান ও হেরোইনসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
নেত্রকোনায় পাইপগান ও হেরোইনসহ ১৫ মামলার আসামি গ্রেফতার গ্রেফতারকৃত সোহেল মিয়া। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার চিহ্নিত সন্ত্রাসী ১৫ মামলার আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশি পাইপগান, দুইটি কার্তুজ ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

রোববার (০৯ সেপ্টেম্বর) ভোরে শহরের চকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল একই এলাকার মানিক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহেলকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।