ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
বেনাপোলে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- বেনাপোলের বাহাদুরপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রয়েল হোসেন, একই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুবিনা খাতুন, ভবারবেড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আশরাফ আলী ও লেটাকুল এবং হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পালাতল আসামিরা অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন গ্রেতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বর্তমানে তারা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের দুুুুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।