ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ডাকাতের হামলায় নারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
বকশীগঞ্জে ডাকাতের হামলায় নারী আহত হাসপাতালে চিকিৎসাধীন করিফুল। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে এক বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের হামলায় করিফুল (৫০) নামে এক নারী আহত হয়েছেন।

রোববার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ের তারা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

তারা মিয়ার শ্যালিকা প্রত্যক্ষদর্শী লাকি আক্তার বলেন, রাতে মুখোশ পরা সাত/আটজন লোক ঘরে ঢুকে আমার ভাগিনার (তারা মিয়ার ছেলে) গলায় ছুরি ধরে যা কিছু আছে তাদের দিয়ে দিতে বলেন।

পরে আমরা স্বর্ণের চুরি, গলার চেন ও ড্রয়ারে থাকা টাকা দিয়ে দিই। এমন সময় আমার চাচি করিফুল চিৎকার করলে ডাকাতরা তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ডাকাতরা চলে গেলে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাড়ির মালিক তারা মিয়া জানান, তিনি চাকরির কারণে বাড়িতে শাশুড়ি ও স্ত্রী-সন্তানকে রেখে টাঙ্গাইলে থাকেন। ডাকাতির খবর পেয়ে বাড়ি ফিরেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকালে তিনি ও জামালপুর সার্কেলের এএসপি আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।