রোববার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ের তারা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
তারা মিয়ার শ্যালিকা প্রত্যক্ষদর্শী লাকি আক্তার বলেন, রাতে মুখোশ পরা সাত/আটজন লোক ঘরে ঢুকে আমার ভাগিনার (তারা মিয়ার ছেলে) গলায় ছুরি ধরে যা কিছু আছে তাদের দিয়ে দিতে বলেন।
বাড়ির মালিক তারা মিয়া জানান, তিনি চাকরির কারণে বাড়িতে শাশুড়ি ও স্ত্রী-সন্তানকে রেখে টাঙ্গাইলে থাকেন। ডাকাতির খবর পেয়ে বাড়ি ফিরেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকালে তিনি ও জামালপুর সার্কেলের এএসপি আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআই