শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টায় তেজগাঁও খাদ্যগুদামে শুরু হওয়া অভিযান রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্তও চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শুরু হওয়ার ১৮ ঘণ্টা পরেও মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় অভিযান চলছে।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, শনিবার রাতে তেজগাঁওয়ের কেন্দ্রীয় খাদ্যগুদাম থেকে পাচারকালে ১২০ টন চাল, গম ও আটা জব্দ করা হয়েছে। আটটি ট্রাকে করে এসব খাদ্যপণ্য পাচার করা হচ্ছিল।
রাতে শুরু হওয়া অভিযান এখনও চলছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় খাদ্যগুদামের কিছু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতায় চাল-গম পাচার করে আসছিল একটি চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার অভিযানে চার ট্রাক চাল, তিন ট্রাক আটা ও এক ট্রাক গম জব্দ করা হয়।
এ সময় খাদ্যগুদামের ম্যানেজার হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বর্তমানে কৃষি মার্কেটে অভিযান চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
পিএম/আরআর