রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের পটুয়াখালী ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটকরা হলেন- মহিপুর থানার আমখোলা রাখাইনপাড়া এলাকার উংথাছির ছেলে অং ছান (৪৫) ও কুয়াকাটা পঞ্চায়েতপাড়ার চোম্যায়া রাখাইনের ছেলে মংচোমিন (২২)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সোয়েব আহমেদ খানের (সিনিয়র এএসপি) নেতৃত্বে মহিপুর থানার আমখোলা রাখাইনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অং ছান ও মংচোমিনকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক অং চানের বসতবাড়ি তল্লাশি করে ৪৪২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমএস/আরবি/