ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে সিলেটের বিভাগীয় বন সংরক্ষক আরএসএম মুনিরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, চিকিৎসকরা ডায়ালাইসিস দিয়েও তার ক্রিয়েটিনিন পয়েন্ট ৭ এর নিচে আনতে পারেননি।
মনিরুল বলেন, হামলার বিষয়ে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। ২১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের বিরুদ্ধে মামলাও করেছি। আসামিদের গ্রেফতারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাদের দৃষ্টান্তমূলক না হলে বন বিভাগের ভূমি রক্ষা দায় হয়ে পড়বে।
গোয়াইনঘাটের রাতারগুলে সরকারি খাসজমি উদ্ধার করে চারা রোপণ করে বন বিভাগ। রাতারগুল ফিরিঙ্গি এলাকার চারাগুলো ঠিক থাকলেও মহেশখেড় এলাকার চারা নষ্ট করে ভূমির দখল নেয় স্থানীয়রা।
গত ৫ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনসহ বন কর্মকর্তা-কর্মচারীরা ভূমি উদ্ধারে গেলে গ্রামবাসীর হামলায় বিট কর্মকর্তাসহ চারজন আহত হন। গুরুতর আহত বিট কর্মকর্তা সাদ উদ্দিনসহ আহতদের উদ্ধার করে ওসমানীমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনইউ/এএ