ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাতারগুলের সেই বন কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাতারগুলের সেই বন কর্মকর্তা

সিলেট: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বন বিভাগ সিলেটের রাতারগুল বিট কর্মকর্তা সাদ উদ্দিন। বনবিভাগের ভূমি রক্ষা করতে গিয়ে গ্রামবাসীর হামলায় গুরুতর আহত হন তিনি। মারধরের কারণে তার কিডনি স্বাভাবিক কাজ করছে না।

‍ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।  
 
চিকিৎসকদের বরাত দিয়ে সিলেটের বিভাগীয় বন সংরক্ষক আরএসএম মুনিরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, চিকিৎসকরা ডায়ালাইসিস দিয়েও তার ক্রিয়েটিনিন পয়েন্ট ৭ এর নিচে আনতে পারেননি।

সাদ উদ্দিনের দেহে গুরুতর আঘাত ছাড়াও অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে রেখে তার ডায়ালাইসিস করানো হচ্ছে।  
 
মনিরুল বলেন, হামলার বিষয়ে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। ২১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের বিরুদ্ধে মামলাও করেছি। আসামিদের গ্রেফতারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাদের দৃষ্টান্তমূলক না হলে বন বিভাগের ভূমি রক্ষা দায় হয়ে পড়বে।  
 
গোয়াইনঘাটের রাতারগুলে সরকারি খাসজমি উদ্ধার করে চারা রোপণ করে বন বিভাগ। রাতারগুল ফিরিঙ্গি এলাকার চারাগুলো ঠিক থাকলেও মহেশখেড় এলাকার চারা নষ্ট করে ভূমির দখল নেয় স্থানীয়রা।  
 
গত ৫ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনসহ বন কর্মকর্তা-কর্মচারীরা ভূমি উদ্ধারে গেলে গ্রামবাসীর হামলায় বিট কর্মকর্তাসহ চারজন আহত হন। গুরুতর আহত বিট কর্মকর্তা সাদ উদ্দিনসহ আহতদের উদ্ধার করে ওসমানীমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।