রোববার (০৯ সেপ্টেম্বর) দুপরের পর প্রধান বিচারপতি চেম্বারে তিনি সাক্ষাত করেন। পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে ঈদের পর সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।
এর আগে দুপরের দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেছেন খালেদা জিয়ার কয়েকজন আইনজীবী। সাক্ষাতের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, দেশের সংবিধানের গার্ডিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের অভিভাবক প্রধান বিচারপতি। এটা সুপ্রিম কোর্টের পাওয়ার। এটা সুপ্রিম কোর্টের সঙ্গে কনসাল্ট না করে এ ধরনের কোনো কোর্ট প্রজ্ঞাপন জারি করতে পারে না। এটা আমরা বলেছি।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি মনে করি উনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি বলবো, উনারা আইন জানেন না। ’
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯,২০১৮
ইএস/এসএইচ