এতে লালমনিরহাট শহরে কদর বেড়েছে প্যাডেল চালিত ভ্যান ও রিকশার। তবে, এ সুযোগে যাত্রীদের গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
রোববার (৯ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা ও উপজেলা শহরগুলোতে চোখে পড়ে এমন চিত্র।
জানা গেছে, সড়ক দুর্ঘটনা রোধে হাইকোর্টের নির্দেশে সারাদেশের মহাসড়কগুলোতে ব্যাটারি ও শ্যালো ইঞ্জিন চালিত ইজিবাইক, রিকশা ও নসিমন-করিমন-আলমসাধু চালানো নিষিদ্ধ। এর আওতায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এসব যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে গত সপ্তাহে ব্যাপক অভিযান চালায় পুলিশ।
তবে যৌক্তিক এ সিদ্ধান্তের প্রতিবাদে ইজিবাইক চালক মালিক সমিতি রোববার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে তিনদিনের ধর্মঘট পালন করছে। তারা সকাল থেকে আঞ্চলিক সড়কেও ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক চলাচল বন্ধ রেখেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে স্কুল-কলেজ এবং চলমান অনার্স ও স্নাতক পরীক্ষার শিক্ষার্থীরা। এ অবস্থায় কদর বেড়েছে প্যাডেল চালিত ভ্যান ও রিকশার। তবে সেটা চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় দ্বিগুণেরও বেশি ভাড়া গুণতে হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।
আরিফ, জুয়েল ও তারিক নামে কয়েকজন যাত্রী বাংলানিউজকে জানান, রেলস্টেশন থেকে ডিসি অফিসের ভাড়া ১০ টাকা। সেখানে ভ্যানে যেতে হচ্ছে ২০ টাকায়।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইজিবাইক চালক মালিক সমিতি মহাসড়কে এসব যানবাহন চালানোর দাবিতে ধর্মঘট করছে। তাদের দাবি কোনোভাবেই আইনসম্মত নয়। তাই জনভোগান্তি লাঘবে ট্রাফিক আইন মেনে আঞ্চলিক সড়কে ইজিবাইক চালাতে ইজিবাইক চালক মালিক সমিতিকে আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআই