চলতি সেপ্টেম্বর মাস থেকে গ্রুপ চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি এর সকল সহযোগী প্রতিষ্ঠান ই.বি সলিউশন্স লিমিটেড, বাংলাঢোল লিমিটেড, হাইড্রোক্লিন বাংলাদেশ লিমিটেড ও জিও কানেক্ট এভিয়েশন লিমিটেডসহ সকল প্রতিষ্ঠানের প্রধান অপারেশন নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
খালেদুর রহমান দেওয়ান আইটি, টেলিকম নেটওয়ার্ক, করপোরেট স্ট্র্যাটেজি ও বিজনেস প্ল্যানিং, ডেটা এনালাইটিকস প্রভৃতি বিষয়ে সুদক্ষ একজন কর্মকর্তা। দেশের বাইরে আমেরিকা, কম্ভোডিয়া ও মালয়েশিয়াতেও তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
আমেরিকায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর দেশে ফিরে ২০০১ সালে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটায় (তৎকালীন একটেল) যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছর প্রতিষ্ঠানটিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ইবিএসে যোগদান প্রসঙ্গে খালেদুর রহমান দেওয়ান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি আমরা। এরই অংশ হিসেবে ইবিএসের ডিজিটাল পোর্টফোলিও আরও বেগবান করতে চাই। বিশেষ করে ভবিষ্যৎ টেকনোলজি আইওটি, ফিনটেক, ক্লাউড সলিউশন্স এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া আমার মনে হয়, স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলো একাত্মা হলে ভিনদেশি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে। সব মিলিয়ে আমি নতুন প্রতিষ্ঠানে নতুন উদ্যম নিয়ে বেশ কিছু লক্ষ্যপূরণ করার চেষ্টা করবো।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনটি