ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তাঁত-বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করলেন শ্রিংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
তাঁত-বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করলেন শ্রিংলা বরিশালে বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করছেন শ্রিংলা

বরিশাল: মাসব্যাপী তাঁত, বস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করেছেন বরিশাল সফররত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

রোববার (৯ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের বিএম (ব্রজমোহন) স্কুল প্রাঙ্গণে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শ্রিংলা ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হর্ষ বর্ধন শ্রিংলা বরিশাল সফরে আসতে পেরে তিনি বেশ আনন্দিত বলে জানান।

পাশাপাশি ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিল, আছে এবং থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ শামীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল শের-ই বাংলা একে ফজলুল হকের নাতি  ফাইয়াজুল হক রাজু প্রমুখ।  

অনুষ্ঠানের শেষে বিএম স্কুলের লাইব্রেরিতে রাখার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা বইসহ বিভিন্ন বই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করেন প্রধান অতিথি।

মাসব্যাপী তাঁত, বস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলায় ছয়টি প্যাভেলিয়নসহ মোট ৪৭টি স্টল স্থান পেয়েছে। এছাড়া মেলার মাঠে শিশুদের জন্য নাগরদোলা, ট্রেন ও নৌকা দোলনাসহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।