ঢাকা: রাজধানীর হাজীপাড়ায় রমজান (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাংলানিউজকে জানান, বিকেলে পূর্ব হাজী ঈদগাঁ মসজিদ এলাকায় রমজানের পরিচিতরা তাকে লক্ষ্য করে ছোড়ে। এতে তার পায়ে গুলি লাগে।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ রমজান প্রায় আটটি মামলার আসামি। ধারণা করা হচ্ছে, তাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বের কারণে তিনি গুলিবিদ্ধ হন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এজেডএস/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।