ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রিপেইড মিটারে বিড়ম্বনা লাঘবের দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
প্রিপেইড মিটারে বিড়ম্বনা লাঘবের দাবিতে মানববন্ধন প্রিপেইড মিটারের বিড়ম্বনা লাঘবের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেট: প্রিপেইড মিটারের বিড়ম্বনা লাঘবের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) প্রাতঃভ্রমণ ক্লাবের উদ্যোগে শাহজালাল উপশহরে বিদ্যুৎ অফিস-২ (বি-ব্লক) এর সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
কর্মসূচি চলাকালীন প্রাতঃভ্রমণ ক্লাবের সভাপতি কাওছার আহমদ হায়দরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপন করে ঘরে ঘরে বিদ্যুৎ সহজলভ্য করার সরকারি উদ্যোগ সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।


 
গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি এলাকা/ব্লকের রিচার্জ করার জন্য আলাদা কাউন্টার স্থাপন করা, পিডিবি’র ভেন্ডিং স্টেশন ভবনের ৪র্থ তলার পরিবর্তে নিচতলায় স্থাপন করা, সপ্তাহের ৭ দিনই ভেন্ডিং স্টেশন খোলা রাখার ব্যবস্থা করা।
 
এছাড়া জনবল বৃদ্ধিসহ গ্রাহকদের অভাব অভিযোগ শোনার জন্য দায়িত্বশীল কর্মকর্তা পোস্টিং দেওয়া, মোবাইল ফোন রিচার্জের মতো প্রিপেইড মিটার রিচার্জের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।
 
মাবনবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আব্দুল মুক্তাদির, ডা. মো. আব্দুল ওয়াহিদ, আক্তার উদ্দিন চৌধুরী, হাজি এনাম উদ্দিন, আব্দুল মন্নান আসলমী, রুহেল আলম সিদ্দিকি, সৈয়দ মিসবাহ উদ্দিন, প্রফেসর আব্দুস সোবহান, হেলাল উদ্দিন, কাওছার আহমদ হায়দরী, ডা. শামীমুর রহমান প্রাতঃভ্রমণ ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় বিপুল ভুক্তভোগী এতে অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।