রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের হাটখোলা কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সুবোধ চন্দ্রের ছেলে সন্তান।
এলাকাবাসী জানান, সন্তানকে নিজের ঘরে শুয়ে রেখে পাশে টিউবওয়েলে পানি আনতে যান শিশুটির মা রুপালী। বাড়ি ফিরে দেখতে পান ঘরে তার ৩১ দিন বয়সী ছেলে সন্তান বিছানায় নেই। পরে অনেক খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।
শিশুটির বাবা সুবোধ চন্দ্র বাংলানিউজকে বলেন, আমি বাড়িতে ছিলাম না। আর আমার মা বাইরে কাজে গিয়েছিলেন। এছাড়া আমার ভাইয়ের স্ত্রী তিনি তার বাচ্চাকে নিয়ে পাশের ঘরেই ঘুমিয়ে ছিলেন। বাড়িতে এলে জানতে পারি আমার বাচ্চা চুরি হয়ে গেছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, স্থানীয় ভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্ন করা হয়েছে। শিশুটিকে খুজে বের করতে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআরএস