রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার জালেশ্বর মহল্লার একটি বাড়ি থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত মুন্নি আক্তার পাবনা জেলার আতাইকুলা থানার পুটিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে।
পুলিশ জানায়, গত ছয় মাস আগে মুন্নির বিয়ে দেওয়া হয়। কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে সাভারে মায়ের কাছে বেড়াতে আসেন তিনি। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে কথা কাটাকাটির জেরে অভিমান করে আত্মহত্যা করে সে। বিষয়টি পুলিশকে অবহিত করলে মরদেহ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এএইচ