চুরি যাওয়া টাকা হস্তান্তর
রংপুর: রংপুরে চুরি যাওয়ার ৪০ দিনপর ১০ লাখ টাকা আদালতের নির্দেশে বাদী ঝর্ণা কর্মকারের কাছে হস্তান্তর করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম।
রোববার (৯ সেপ্টেম্বর) কোতোয়ালী থানা প্রাঙ্গণে ওসি মুক্তারুল আলম আনুষ্ঠানিকভাবে এ টাকা হস্তান্তর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে রংপুর মহানগরীর কামাল কাছনা এলাকার মৃত বসন্ত কর্মকারের স্ত্রী ঝর্ণা কর্মকারের বাড়ি চুরি হয়।
চোরের দল বাড়ির আলমিরা ভেঙে নগদ ১০ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরে ঝর্ণা কর্মকার বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ ইরা আনোয়ার ও মমতা বেগম নামের দুইজনকে গ্রেফতার করে। আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে তাদের কথামতো বগুড়া থেকে ওই টাকা উদ্ধার করেন কোতয়ালী থানার এসআই জাবেদ আলী। এরপর আদালতের নির্দেশে ওসি মুক্তারুল আলম চুরি যাওয়া ১০ লাখ টাকা ঝর্ণার কাছে টাকা হস্তান্তর করেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।